Oliro Kotha Shune ( অলির কথা শুনে) - Lyrics - Song By Hemanta Mukherjee
♫♫ SONG CREDIT ♫♫
Song : Olir Kotha Sune
Originally sung by Hemanta Mukherjee
Intro poem: Ryan Fardin
Voice, percussion: Souvik Sarker
Guitars, production: Ishmamul Farhad
গানটির ভিডিও দেখতে👇👇
গানটির ভিডিও দেখতে👇👇
"অলির কথা শুনে" বাংলা লিরিক্স:
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো !!!!
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো !!!!
]] সমাপ্ত [[
Tags: Hemanta Mukherjee, Ryan Fardin, Souvik Sarker, Olir Kotha Sune, অলির কথা শুনে, Bangla Song Lyrics,