Ami Opar Hoye Boshe Achi Lyrics | Lalon Geeti | লালনগীতি |
🎧 SONG CREDIT 🎧
Song : Ami Opar Hoye
Singer : Lalon Fakir Shah
Music : Baul Tuntun Shah
Composition and Lyrics : Lalon
Song : Ami Opar Hoye
Singer : Lalon Fakir Shah
Music : Baul Tuntun Shah
Composition and Lyrics : Lalon
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
"Ami Opar Hoye (আমি অপার হয়ে)" song is sung by "Lalon Fakir Shah", this song is cover by "Baul Tuntun Shah", Composition & Lyrics by "Lalon", ami opar
hoye lyrics, ami opar hoye boshe achi lyrics in bangla, ami opar hoye lyrics
in bangla, ami opar hoye lyric, আমি অপার হয়ে লিরিক্স, আমি অপার হয়ে বসে আছি
lyrics, আমি অপার হয়ে বসে আছি লিরিক্স, ami opar hoye boshe achi bangla
lyrics,
Ami Opar Hoye Boshe Achi Lyrics In Bangla :
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাঁড়ে লয়ে যাও আমায় ।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
দয়াল তোমা বিনে
দয়াল তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায়
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন (2x)
নাম শুনেছি পতিত পাবন (2x)
তাইতে দেই দোহাই
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি (2x)
ফকির লালন
ফকির লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়?
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায়
আমি অপার
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায় !!!
]] সমাপ্ত [[
Ami Opar Hoye Boshe Achi Lyrics In Bangla :
ওহে দয়াময়
পাঁড়ে লয়ে যাও আমায় ।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
দয়াল তোমা বিনে
দয়াল তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায়
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন (2x)
নাম শুনেছি পতিত পাবন (2x)
তাইতে দেই দোহাই
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি (2x)
ফকির লালন
ফকির লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়?
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায়
আমি অপার
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে
পাড়ে, লয়ে যাও আমায় !!!