Amaro Porano Jaha Chay Lyrics | Arijit Singh | Rabindra Sangeet |
♫♫ SONG CREDIT ♫♫
Song : Amaro Porano Jaha Chay
Artist : Arijit Singh
Album : Natto Giti
গানটির ভিডিও দেখতে👇👇
Amaro Porano Jaha Chay Bengali Lyrics :
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো !
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো !
আমার পরান যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো ।
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো !
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস ।
যদি আর কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও,
আমি যত দুখ পাই গো ।
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো !
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো !
আমার পরান যাহা চায় !!!
তুমি তাই, তুমি তাই গো !
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো !
আমার পরান যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো ।
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো !
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস ।
যদি আর কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও,
আমি যত দুখ পাই গো ।
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো !
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো !
আমার পরান যাহা চায় !!!
]] সমাপ্ত [[
Tags : Arijit Singh, Rabindra Sangeet, Rabindranath Tagore Song, amaro porano jaha chay lyrics, bangla lyric song, bangla song lyrics, আমার পরানো যাহা চায় lyrics, amaro porano jaha chay lyrics in bangla, আমার ও পরানো যাহা চায় লিরিক্স,