Beder Meye Josna Lyrics | বেদের মেয়ে জোসনা | New Version | Debjani Acharya | Riju Bhattacharjee |
🎧 SONG CREDIT 🎧
Song : Beder Meye Josna Lyrics (বেদের মেয়ে জোসনা)
Orginal Singar : Runa Laila , Andrew Kishore
Band : Debjani Acharya and Collaboration
Vocals : Debjani Acharya, Riju Bhattacharjee
Keys : Snehendu Tabun Chatterjee
Guitar : Abhijit Karmakar
Bass : Himadri Shil
Drums : Sourav Das
Recordist : Riju Bhattacharjee (Studio Dwarkaa)
Saibal Karmakar (SK Studio)
Mix and Master : Saibal Karmakar (SK Studio)
Cinematography and Editing : Riju Bhattacharjee (Studio Dwarkaa)
Label : Folk Studio
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
"Beder Meye Josna Lyrics (বেদের মেয়ে জোসনা)" orginal song is sing by "Runa Laila , Andrew Kishore" & Cover By "Debjani Acharya, Riju Bhattacharjee" , This song mix & Master by "Saibal Karmakar" . beder meye josna amay lyrics, beder meye josna gaan lyrics, beder meye josna full lyrics, বেদের মেয়ে জোসনা লিরিক, beder meye josna song lyrics, বেদের মেয়ে জোসনা গানের লিরিক্স,
Beder Meye Josna Song Lyrics :
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
তুমি জ্যোৎস্না হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা।
তুমি জ্যোৎস্না হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা।
বল তুমি, এইখানেতে আসতে কতক্ষণ?
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
আমি যখন রানতে বসি, বন্ধু বাজাও বাঁশি,
রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি?
আমি যখন রানতে বসি, বন্ধু বাজাও বাঁশি,
রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি?
দাদারে দাদীরে আমি কী দিয়ে বুঝাই?
কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া?
এইসব কথা রেখে তুমি আমায় করো বিয়া।
কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া?
এইসব কথা রেখে তুমি আমায় করো বিয়া।
আরে চলো চলো চলো বন্ধু ঘরে ফিরে যাই,
দাদা আর দাদীরে গিয়ে নিরালায় বোঝাই।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে !!!
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
তুমি জ্যোৎস্না হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা।
তুমি জ্যোৎস্না হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা।
বল তুমি, এইখানেতে আসতে কতক্ষণ?
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
আমি যখন রানতে বসি, বন্ধু বাজাও বাঁশি,
রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি?
আমি যখন রানতে বসি, বন্ধু বাজাও বাঁশি,
রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি?
দাদারে দাদীরে আমি কী দিয়ে বুঝাই?
কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া?
এইসব কথা রেখে তুমি আমায় করো বিয়া।
কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া?
এইসব কথা রেখে তুমি আমায় করো বিয়া।
আরে চলো চলো চলো বন্ধু ঘরে ফিরে যাই,
দাদা আর দাদীরে গিয়ে নিরালায় বোঝাই।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে !!!
]] সমাপ্ত [[