Valobashar Golpo Lyrics | ভালোবাসার গল্প | Samz Vai New Song 2020 |
🎧 SONG CREDIT 🎧
Song : Valobashar Golpo (ভালোবাসার গল্প)
Singer & lyrics: Samz vai
Music: Sadat & Team
Direction: Vicky zahed & team
Dop: Bidrohi Dipon
Cast: Sagar Ahmed , Shamima Afrin omi, Hamza Khan Shayan
♫♫ গানটির ভিডিও দেখতে ♫♫
"Valobashar Golpo (ভালোবাসার গল্প)" song is sung by "Samz Vai", This song lyrics is written by "Samz Vai", This song is directed by "Vicky zahed & team", Valobashar Golpo lyrics, Valobashar Golpo Bangla Lyrics, ভালোবাসার গল্প লিরিক্স, Samz Vai New Song, Valobashar Golpo Bangla lyrics Samz Vai, Valobashar Golpo Song by Samz Vai Bangla Lyrics, Valobashar Golpo by Samz Vai new bangla mp3 song Bangla Lyrics, ভালোবাসার গল্প bangla lyrics by Samz Vai,
Valobashar Golpo Bangla Song Lyrics :
মনেরই মনি কোঠায় রেখেছি যারে
সে তো বুঝে না আমায়
বুঝাই কি করে
এ হৃদয়ের যত ভালোবাসা সব তারে দিয়েছি
তারে ভেবে ভেবে আমার ভালোবাসার
গল্প লিখেছি
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
হৃদয়ে যত ছিল না বলা কথা গুলো
জমা রয়ে গেলো বুকে
আমি কি করিব হায় তুমি বিহনে
আছো কি বড় সুখে
এ মন জানে কত ভালোবেসে ছিলাম তোমাকে
কি ভূলে আমায় ছেড়ে চলে গেলে
বুজাতে পারি না নিজেকে
কিভাবে থাকা যায় তুমি বিহনে
মানে না মন আমার তোমারই কারণে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে !!!
সে তো বুঝে না আমায়
বুঝাই কি করে
এ হৃদয়ের যত ভালোবাসা সব তারে দিয়েছি
তারে ভেবে ভেবে আমার ভালোবাসার
গল্প লিখেছি
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
হৃদয়ে যত ছিল না বলা কথা গুলো
জমা রয়ে গেলো বুকে
আমি কি করিব হায় তুমি বিহনে
আছো কি বড় সুখে
এ মন জানে কত ভালোবেসে ছিলাম তোমাকে
কি ভূলে আমায় ছেড়ে চলে গেলে
বুজাতে পারি না নিজেকে
কিভাবে থাকা যায় তুমি বিহনে
মানে না মন আমার তোমারই কারণে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে !!!
]] সমাপ্ত [[