Lenadena | লেনাদেনা | Lyrics | Samz Vi |
♫♫ SONG CREDIT ♫♫
Song: Lenadena (লেনাদেনা )
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: PB Rudro
Sound Engineering: Ankur Mahamud
Starring: Zaher Alvi & Mahima
গানটির ভিডিও দেখতে 👇👇
Vabte khub obak lage lyrics :
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের সাথে।
না না না, ওরে আর তো হবেনা
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারোও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরন আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবেতে।
না না না, ওরে আর তো হবেনা
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা
ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে।
না না না, ওরে আর তো হবেনা
আমার মনের সাথে তোমার লেনাদেনা
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের খাটে !!!
তুমি অন্য কারো
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের সাথে।
না না না, ওরে আর তো হবেনা
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারোও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরন আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবেতে।
না না না, ওরে আর তো হবেনা
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা
ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে।
না না না, ওরে আর তো হবেনা
আমার মনের সাথে তোমার লেনাদেনা
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের খাটে !!!
]] সমাপ্ত [[
Tags : Samz Vai, lena dena song lyrics, lena dena lyrics, bangla lyric song, bangla song lyrics, bangla song with lyrics, vabte khub obak lage lyrics,