Rokto Golap Lyrics (রক্ত গোলাপ) | Avraal Sahir ft. Mahtim Shakib | Apurba, Mehazabien |
♫♫ SONG CREDIT ♫♫
Song: Rokto Golap (Pagol)
Singer: Mahtim Shakib
Tune & Music: Avraal Sahir
Lyrics: Shomeshwar Oli
Natok: Prosthan
Cast: Apurba, Mehazabien
Director: BU Shuvo
গানটির ভিডিও দেখতে 👇👇
গানটির ভিডিও দেখতে 👇👇
Rokto Golap Lyrics in Bengali :
কথাগুলো আবোলতাবোল
হাসিটা পাগল পাগল
কথাগুলো আবোলতাবোল
হাসিটা পাগল পাগল
দুটো চোখে আষাঢ় শ্রাবণ
বুকের ভেতর স্মৃতির প্লবন
পাগল জানে না বাতাসে ভাসে তার প্রলাপ
পাগলের হাতে শোভা পায়না, রক্ত গোলাপ
শূণ্যের পাশে একা বসে, দিন কেটে যায় হিসেব কষে
কে জানে, কিসের দোষে
শূণ্য মুঠো শূণ্য হাতে রাত্রি দুপুর নিজের সাথে
জীবন নিয়ে আলাপ সালাপ
পাগল জানে না বাতাসে ভাসে তার প্রলাপ
পাগলের হাতে শোভা পায়না, রক্ত গোলাপ !!
হাসিটা পাগল পাগল
কথাগুলো আবোলতাবোল
হাসিটা পাগল পাগল
দুটো চোখে আষাঢ় শ্রাবণ
বুকের ভেতর স্মৃতির প্লবন
পাগল জানে না বাতাসে ভাসে তার প্রলাপ
পাগলের হাতে শোভা পায়না, রক্ত গোলাপ
শূণ্যের পাশে একা বসে, দিন কেটে যায় হিসেব কষে
কে জানে, কিসের দোষে
শূণ্য মুঠো শূণ্য হাতে রাত্রি দুপুর নিজের সাথে
জীবন নিয়ে আলাপ সালাপ
পাগল জানে না বাতাসে ভাসে তার প্রলাপ
পাগলের হাতে শোভা পায়না, রক্ত গোলাপ !!
]] সমাপ্ত [[
Tags : Mahtim Shakib, Avraal Sahir, Mehazabien, Apurba, Prosthan, Rokto Golap Lyrics, রক্ত গোলাপ লিরিক্স , Pagol Janena lyrics, পাগল জানে না বাতাসে ভাসে তার প্রলাপ লিরিক্স,