Onekta Beshi Prio Lyrics | Avraal Sahir | OST of Sporshe Tumi (স্পর্শে তুমি) | Tahsan Khan & Tanjin Tisha
♫♫ SONG CREDIT ♫♫
Song : Onekta Beshi Priyo
Vocal, Lyric, Tune & Music: Avraal Sahir
Cast: Tahsan Khan & Tanjin Tisha
Ost Of Sporshe Tumi
Directed By Mohidul Mohim
গানটির ভিডিও দেখতে 👇👇
Onekta Beshi Prio Lyrics in Bengali :
ভাবনার চার দেয়ালে
মনের যত খেয়ালে
তোমায় খুঁজে যায় রোজ
নেই আমার আর এই আমি
করে যায় কত পাগলামি
নিজেকে সামলানো হয়না সহজ
তুমি ছাড়া কিছু বুঝিনা
তোমায় ঘিরে আমার যত প্রার্থনা
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়
ভালবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও
অল্পটুকু সুখ যেন তোমার দেয়া
লাগে বড় মধুর সেই সুখেরী ছোঁয়া
ভালবাসি মন থেকে তা মিথ্যে নয়
জানো না কত গভীরে ছুঁয়েছো হ্দয়
শুরুটা হোকনা যেমন তেমন
শেষটা হয় যেন মনের মতন
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়
ভালবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও !!!
মনের যত খেয়ালে
তোমায় খুঁজে যায় রোজ
নেই আমার আর এই আমি
করে যায় কত পাগলামি
নিজেকে সামলানো হয়না সহজ
তুমি ছাড়া কিছু বুঝিনা
তোমায় ঘিরে আমার যত প্রার্থনা
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়
ভালবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও
অল্পটুকু সুখ যেন তোমার দেয়া
লাগে বড় মধুর সেই সুখেরী ছোঁয়া
ভালবাসি মন থেকে তা মিথ্যে নয়
জানো না কত গভীরে ছুঁয়েছো হ্দয়
শুরুটা হোকনা যেমন তেমন
শেষটা হয় যেন মনের মতন
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়
ভালবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও !!!
]] সমাপ্ত [[
Tags : Tahsan, Avraal Sahir, Bangla Natok Song, onekta beshi priyo song lyrics, bangla song with lyrics, অনেকটা বেশি প্রিয় লিরিক্স,