স্রোতস্বিনী - Srotoshinni - Encore Bangla Song Lyrics
Srotoshinni-www.banglasonglyrical.com |
SONG CREDIT
Vocals: Shakib Ul- Islam
Guitars: Yeamin Abrar
Guitars: Muzayed Imam
Bass: Fahad Hussain
Drums: Mirza Sabir
Vocals: Shakib Ul- Islam
Guitars: Yeamin Abrar
Guitars: Muzayed Imam
Bass: Fahad Hussain
Drums: Mirza Sabir
"স্রোতস্বিনী" - Srotoshinni বাংলা লিরিক্স :
শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও?
যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ,
আমার সরল রেখার চিন্তা ধারায়,
আরারি করে দাগ কাট কেন
নাকি কাদিয়ে আমাকে সেই, চোখের জল এই ভেজ
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত.
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয় আমি ভেবে নিলাম তুমি সে লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান.
পাহাড় চুড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দর
আছড়ে পরে সে ঢেউ আমার বুকে,
দুরন্ত বেগে
নাকি কাদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজ
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাক ভয়
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান !!
*************