Amar Moto Ato Sukhi (আমার মত এত সুখী) - Lyrics - Cover By AN Farhad
♫♫ SONG CREDIT ♫♫
Song: Amar Moto Eto Sukhi
Orginal Singer: Khalid Hassan Milu
Cover By :AN Farhad
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Alauddin Ali
Movie: Baba Keno Chakor
Cast: Razzak, Doly johur & Bapparaj
গানটির ভিডিও দেখতে👇👇
Song: Amar Moto Eto Sukhi
Orginal Singer: Khalid Hassan Milu
Cover By :AN Farhad
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Alauddin Ali
Movie: Baba Keno Chakor
Cast: Razzak, Doly johur & Bapparaj
গানটির ভিডিও দেখতে👇👇
"আমার মত এত সুখী" বাংলা লিরিক্স :
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন.....
বুকে ধরে যত ফুল ফোটালাম
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন.....
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিঅয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন
ভাগ্যের পরিহাস এরই নাম
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিঅয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
ঝরালো মায়ার বাঁধন ....!!!!
]] সমাপ্ত [[
Tags: Amar Moto Ato Sukhi, আমার মত এত সুখী, AN Farhad, KhalidHassan Milu, Bangla Movie Song, Bangla SOng Lyrics, Baba Keno Chakor,