Amar Moner Majhe Tui Chara Keu Nai (আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই) - Lyrics - Song By Samz Vi
♫♫ SONG CREDIT ♫♫
Song : Amar Moner Majhe Tui Chara Keu Nai
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Music : Ankur Mahamud
Natok : Sandal 2
গানটির ভিডিও দেখতে👇👇
গানটির ভিডিও দেখতে👇👇
"আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই" লিরিক্স :
আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।
ও তুই কোন প্রেমেতে মন মজাইলি,
আমারে ছাড়িয়া..
সবই গেলো বৃথায় আমার
তোরই লাগিয়া রে,
সবই গেলো বৃথায় আমার
তোরই লাগিয়া।
মনটা জুড়ে আছিস শুধু তুই
আর কেউ তো থাকে না,
তুই ছাড়া এ মন টা আমার
অন্য কিছু চায় না।
ডায়রিটার মাঝে আজও
সব স্মৃতি জমা আছে,
যায় না ফিরে, দেখে যা মন
তোকে শুধুই ভালোবাসে।
আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।
ও তুই কোন প্রেমেতে মন মজাইলি,
আমারে ছাড়িয়া..
সবই গেলো বৃথায় আমার
তোরই লাগিয়া।
মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই,
আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।
ও তুই কোন প্রেমেতে মন মজাইলি,
আমারে ছাড়িয়া..
সবই গেলো বৃথায় আমার
তোরই লাগিয়া রে,
সবই গেলো বৃথায় আমার
তোরই লাগিয়া।
মনটা জুড়ে আছিস শুধু তুই
আর কেউ তো থাকে না,
তুই ছাড়া এ মন টা আমার
অন্য কিছু চায় না।
ডায়রিটার মাঝে আজও
সব স্মৃতি জমা আছে,
যায় না ফিরে, দেখে যা মন
তোকে শুধুই ভালোবাসে।
আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।
ও তুই কোন প্রেমেতে মন মজাইলি,
আমারে ছাড়িয়া..
সবই গেলো বৃথায় আমার
তোরই লাগিয়া।
মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই,
আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই
আমি চোখ বুজিলে তোরে দেখতে পাই।
]] সমাপ্ত [[
Tags : Samz Vi, Arfan Nisho, Mehazabien, Bangla Lyrics,