Biday (বিদায়) - Old Brigade Lyrics
♫♫ SONG CREDIT ♫♫
Lyric & Tune: Saptak Khan
Band: Old Brigade
গানটির ভিডিও দেখতে👇👇
গানটির ভিডিও দেখতে👇👇
Biday "বিদায়" বাংলা লিরিক্স :
যা দেখার ছিল, দেখোনি
যা বলার ছিল, বোঝোনি
চাপা অভিমান আর তপ্ত ক্ষোভে
সংশয় আর সংগোপনে
জানাই তোমায় বিদায়।
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা
তাকে যেতে দিতে হয়।
যা শোনার ছিল, শোনোনি
যা বোঝার ছিল, বোঝোনি
স্থির মন আর দৃঢ় চিত্তে
ম্লান হৃদয় উপেক্ষা করে
জানাই তোমায় বিদায়।
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা
তাকে যেতে দিতে হয়।
চার দেয়াল জুড়ে নির্বাক হৃদয়
চমকে উঠে অস্থিরতায়
শীতল কালো স্বপ্নগুলো
ভেসে বেড়ায় নীরবতায়।
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা
তাকে যেতে দিতে হয়
যা বলার ছিল, বোঝোনি
চাপা অভিমান আর তপ্ত ক্ষোভে
সংশয় আর সংগোপনে
জানাই তোমায় বিদায়।
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা
তাকে যেতে দিতে হয়।
যা শোনার ছিল, শোনোনি
যা বোঝার ছিল, বোঝোনি
স্থির মন আর দৃঢ় চিত্তে
ম্লান হৃদয় উপেক্ষা করে
জানাই তোমায় বিদায়।
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা
তাকে যেতে দিতে হয়।
চার দেয়াল জুড়ে নির্বাক হৃদয়
চমকে উঠে অস্থিরতায়
শীতল কালো স্বপ্নগুলো
ভেসে বেড়ায় নীরবতায়।
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা
তাকে যেতে দিতে হয়
যেতে দিতে হয়........!!!!
]] সমাপ্ত [[
Tags : Saptak Khan, Old Brigade, Biday, বিদায়, Bangla song lyrics,