Nishi Furay Na (নিশি ফুরায় না) Lyrics - Song By Habib Wahid
SONG CREDIT
Song : Nishi Furay Na ( Remix)
Singer : Habib wahid
Tune & Music : Habib Wahid
Lyrics : Milon Mahmood
Original Album - Shadhin (2012)
গানটির অডিও লিরিক্স দেখতে👇👇
গানটির অডিও ফাইলটি ডাউনলোড করতে👇👇
"নিশি ফুরায় না" বাংলা লিরিক্স :
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।
সে দু'নয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা
এক জনমে কি করে হায়
কতো ভালবেসে গেলে তারে পাওয়া যায়।
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই
কোন ভুবনে সে যে হারায়
কতো পথ হেঁটে গেলে খুঁজে পাওয়া যায়।
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে !!
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।
সে দু'নয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা
এক জনমে কি করে হায়
কতো ভালবেসে গেলে তারে পাওয়া যায়।
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই
কোন ভুবনে সে যে হারায়
কতো পথ হেঁটে গেলে খুঁজে পাওয়া যায়।
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে !!
]] সমাপ্ত [[
Tags : Habib Wahid, Nishi Furay Na, Habib Wahid New Song, Bangla New Song, Bangla SOng Lyrics, Nishi Furay Na ( Remix), Shadhin (2012) ,