Shihoron (শিহরণ) Lyrics - Song By -  Sajid feat. Miftah Zaman 

 
shihoron,lyric: sirajum munir,valobashar shihoron,imran lyrics song,lyrics,otopor chiro odhora lyrics,shihoron guitar chords,tumar ukhahot lyrics,shihoron by kamal das,shihoron album songs,miftah zaman,astha song lyric,sihoron,album - shihoron,tumar uxahot lyrics,shihoron by miftah zaman,priyo oviman lyrics song,sihoron song,new lyrics video,assamese song lyrics,shihoron by miftah zaman mp3,bangla lyrics song,

SONG CREDIT
শিরোনামঃ শিহরণ
কন্ঠঃ মিফতাহ
কথাঃ রিফাত তারেক
সুরঃ সাজিদ
অ্যালবামঃ শিহরণ


গানটির অডিও লিরিক্স শুনতে👇👇


"শিহরণ" বাংলা লিরিক্স :


সংশয়ে এ মন দোলে, দিন কাটে তোমায় ভেবে,
ভাবি মনে মনে কোন শুভ লগনে দেখবো তোমাকে আবার কখন।
আমার এই দুচোখের তারায়, স্বপ্ন হয়ে তুমি ভাসো,
ডাকছি এইতো আমি, শুনছো নাকি তুমি এইতো আমি ফিরে দেখ।
আজ হঠাত কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।
আমার দু নয়ন জুড়ে সারাটাক্ষণ কেনো যে এখন,
থাকে শুধু তোমার স্বপন, সারাটাক্ষণ ভিরু এ মন করে কেমন।

তুমি আছো মিশে আমাতে, ভাবনাতে, প্রতিবেলায়,
আমি খুজি যে তোমারে, আলো আঁধারে তারার মেলায়।
বল তুমিও কি কখনো খুঁজেছ এ আমাকে,
নিশিরাতে, জোছনাতে তুমিও কি খুজেছিলে আমাকে?
আজ হঠাত কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।

তোমায় নিয়ে স্বপ্নগুলো এলোমেলো আমায় ভাবায়,
তোমার হাসি, চোখের পানি কেনো যে আমায় হাসায়-কাঁদায়!
চল নামি দূরের পথে একসাথে দুজনায়,
ছায়া সাথী হও আমার ভালবাসার পথচলায়।
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন। 


]] সমাপ্ত [[


Tags : Miftah Zaman, Sajid Sarker, Shihoron, শিহরণ, Bangla Song Lyrics,

Shihoron (শিহরণ) - Lyrics- Song By - Sajid feat. Miftah Zaman

Shihoron (শিহরণ) Lyrics - Song By -  Sajid feat. Miftah Zaman 

 
shihoron,lyric: sirajum munir,valobashar shihoron,imran lyrics song,lyrics,otopor chiro odhora lyrics,shihoron guitar chords,tumar ukhahot lyrics,shihoron by kamal das,shihoron album songs,miftah zaman,astha song lyric,sihoron,album - shihoron,tumar uxahot lyrics,shihoron by miftah zaman,priyo oviman lyrics song,sihoron song,new lyrics video,assamese song lyrics,shihoron by miftah zaman mp3,bangla lyrics song,

SONG CREDIT
শিরোনামঃ শিহরণ
কন্ঠঃ মিফতাহ
কথাঃ রিফাত তারেক
সুরঃ সাজিদ
অ্যালবামঃ শিহরণ


গানটির অডিও লিরিক্স শুনতে👇👇


"শিহরণ" বাংলা লিরিক্স :


সংশয়ে এ মন দোলে, দিন কাটে তোমায় ভেবে,
ভাবি মনে মনে কোন শুভ লগনে দেখবো তোমাকে আবার কখন।
আমার এই দুচোখের তারায়, স্বপ্ন হয়ে তুমি ভাসো,
ডাকছি এইতো আমি, শুনছো নাকি তুমি এইতো আমি ফিরে দেখ।
আজ হঠাত কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।
আমার দু নয়ন জুড়ে সারাটাক্ষণ কেনো যে এখন,
থাকে শুধু তোমার স্বপন, সারাটাক্ষণ ভিরু এ মন করে কেমন।

তুমি আছো মিশে আমাতে, ভাবনাতে, প্রতিবেলায়,
আমি খুজি যে তোমারে, আলো আঁধারে তারার মেলায়।
বল তুমিও কি কখনো খুঁজেছ এ আমাকে,
নিশিরাতে, জোছনাতে তুমিও কি খুজেছিলে আমাকে?
আজ হঠাত কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।

তোমায় নিয়ে স্বপ্নগুলো এলোমেলো আমায় ভাবায়,
তোমার হাসি, চোখের পানি কেনো যে আমায় হাসায়-কাঁদায়!
চল নামি দূরের পথে একসাথে দুজনায়,
ছায়া সাথী হও আমার ভালবাসার পথচলায়।
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন। 


]] সমাপ্ত [[


Tags : Miftah Zaman, Sajid Sarker, Shihoron, শিহরণ, Bangla Song Lyrics,