Nirjono Jomunar Kul (নির্জন যমুনার কুল) - lyrics - Song By Sumi Mirza
♫♫ SONG CREDIT ♫♫
* Song: Nirjono Jomunar Kul a
* Singer: Sumi Mirza
* Lyric & Tune: Durbin Shah
* Music: Akash Mahmud
গানটির ভিডিও দেখতে👇👇
* Song: Nirjono Jomunar Kul a
* Singer: Sumi Mirza
* Lyric & Tune: Durbin Shah
* Music: Akash Mahmud
গানটির ভিডিও দেখতে👇👇
"নির্জন যমুনার কুল" বাংলা লিরিক্স :
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
হায়, বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
হায়, বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
বাঁশীতে কি মধু ভরা, আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায়
বাঁশীতে কি মধু ভরা, আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায়
কালার বাঁশী হলো বাম, বলে শুধু রাধা নাম
কালার বাঁশী হলো বাম, বলে শুধু রাধা নাম
কুলবঁধুর কুলমান মজায়
বাঁশীর সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাহিরে ফেলে
মনে লয় যামু যমুনায়
হায়,বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
শোন গো ললিতে সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায়
শোন গো ললিতে সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায়
আমি নারী কুলবালা, কালার বাঁশী দিল জ্বালা
আমি নারী কুলবালা, কালার বাঁশী দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমার কেউ থাকো,
বন্ধু এনে প্রাণটি রাখো
মন প্রাণ সব সঁপিব তার পা’য়
হায়, বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
ভুবনমোহন সুরে, ভাইটাল নদী উজান ধরে
জ্বলে অনল আমার অন্তরায়
ভুবনমোহন সুরে, ভাইটাল নদী উজান ধরে
জ্বলে অনল আমার অন্তরায়
মনের লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া
মনের লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরী বাজায়
নইলে কলসী বেন্ধে গলে
ঝাঁপ দেবো যমুনায় জলে
প্রাণ ত্যাজিব বলে দূরবীন শাহ
হায়, বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
হায়, বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায়
হায়, বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায় !!!
]] সমাপ্ত [[
Tags: Sumi Mirza, সুমি মির্জা, Durbin Shah, Akash Mahmud, Nirjono Jomunar Kul,
নির্জন যমুনার কূলে, Bangla song lyrics,
নির্জন যমুনার কূলে, Bangla song lyrics,

