Jiggasha Lyrics | জিজ্ঞাসা | Mahtim Sakib | Eid New Song 2020 |
🎧 SONG CREDIT 🎧
Song : Jiggasha
Lyrics n' Tune : Mahtim Shakib
Music : Tasnuv | Bulet | Shuvo
Mix and Master : Tasnuv N Rahman
Video Director: Mahtim Sakib
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
Jiggasha Bangla Song Lyrics :
শোন একটা প্রশ্ন তোমার কাছে
আমি কি তোমার হতে পারি
তোমার নামে, নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি
উদাসী মন, তোমার গানে
শত জিজ্ঞাসা, কোন মানে
সুরে সুরে, দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে
কাছে টানে
বেনামী হাজার চিন্তা, প্রতি প্রহরে
রাতদুপুর সময় না জেনে, আমায় ঘিরে ধরে
বেনামী হাজার চিন্তা, প্রতি প্রহরে
রাতদুপুর সময় না জেনে, আমায় ঘিরে ধরে
হাজার কাজের মাঝে, তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে
উদাসী মন, তোমার গানে
শত জিজ্ঞাসা, কোন মানে
সুরে সুরে, দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে
কাছে টানে !!!
আমি কি তোমার হতে পারি
তোমার নামে, নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি
উদাসী মন, তোমার গানে
শত জিজ্ঞাসা, কোন মানে
সুরে সুরে, দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে
কাছে টানে
বেনামী হাজার চিন্তা, প্রতি প্রহরে
রাতদুপুর সময় না জেনে, আমায় ঘিরে ধরে
বেনামী হাজার চিন্তা, প্রতি প্রহরে
রাতদুপুর সময় না জেনে, আমায় ঘিরে ধরে
হাজার কাজের মাঝে, তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে
উদাসী মন, তোমার গানে
শত জিজ্ঞাসা, কোন মানে
সুরে সুরে, দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে
কাছে টানে !!!
]] সমাপ্ত [[