Nayori Lyrics | নাইওরি | Sadman Pappu | Eid Song 2020 |
🎧 SONG CREDIT 🎧
Song : Nayori (নাইওরি)
Singer : Sadman Pappu
Lyrics & Tune : Masum Taslim
Music Composition : Mehdi
Co-ordinated by : Isha Khan Duray
Edited By : MD RASEL
Dop & Vedio Director : Shuvangkor Das
Language : Bangla
Label : Agniveena
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
Link :- Youtube
"Nayori" (নাইওরি) song is sung by "Sadman Pappu". This Song lyrics is written by "Masum Taslim" & Composed by "Mehdi". this song is edited by "Md Rasel". nayori song lyrics, nayori song Sadman Pappu lyrics, Sadman Pappu eid new song 2020, নাইওরি লিরিক্স, Nayori bangla song lyrics, This song is sponsered by "G Series Music".
Nayori Bangla Song Lyrics :
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ভালোবাসার পানসী আমার পূর্ণ হইলো না
ভালোবাসার পানসী আমার পূর্ণ হইলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না ।
আশা দিয়া বানে, আমার কত আশা মনে
আশা দিয়া বানে, আমার কত আশা মনে
ভাদ্র এলে বানের পানি আর তো থাকবো না
ভাদ্র এলে বানের পানি আর তো থাকবো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না ।
আষাঢ় এলে মনের মাঝে ধরে প্রেমের ধুন
নাইওরি মোর কাইরা নিলো দিবা রাত্রির ঘুম রে
দিবা রাত্রির ঘুম রে
আষাঢ় এলে মনের মাঝে ধরে প্রেমের ধুন
নাইওরি মোর কাইরা নিলো দিবা রাত্রির ঘুম রে
দিবা রাত্রির ঘুম রে
হাউর পাড়ের মানুষ আমি, সরল মনের মানুষ
হাউর পাড়ের মানুষ আমি, সরল মনের মানুষ।
ওরে নরম দিল এতো কষ্ট সইতে পারি না
ওরে নরম দিল এতো কষ্ট সইতে পারি না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না।
মাসুম তাস্লিম আশায় থাকে, দিন যে কাটে না
নাইওরি মোর সে যে গেলো, ফিরে এলো না রে
ফিরে এলো না।
বড় অভিমানি মানুষ, আমি নরম দিলেন মানুষ
বড় অভিমানি মানুষ, আমি নরম দিলেন মানুষ
এইবার নাইওরি মোর না আসিলে, বাড়ি ফিরবো না
এইবার নাইওরি মোর না আসিলে, বাড়ি ফিরবো না।
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ভালোবাসার পানসী আমার পূর্ণ হইলো না
ভালোবাসার পানসী আমার পূর্ণ হইলো না।
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না
ও নাইওরি নাইওর বেশে নায়ে উঠলো না ।
]] সমাপ্ত [[