শেষ গান - Shesh Gaan - Aurthohin Bangla Song Lyrics

sesh gaan lyrics nemesis,sesh gaan by aurthohin mp3 song download,epitaph aurthohin lyrics,aurthohin nikrishto lyrics,aurthohin songs lyrics,aurthohin lyrics amar protichobi,aurthohin anmone lyrics,epitaph lyrics bangla,sat din lyrics,
Shesh Gaan-www.banglasonglyrical.com

SONG CREDIT
Song: Sheshgaan
Artist: Aurthohin
Album: Osomapto 1


"শেষ গান" বাংলা লিরিক্স :


হারিয়ে গেছি আমি...
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে

গানটা লেখা শেষে

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম, গানের গলা যাচ্ছে যেনো মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখে রক্ত ঝরে
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি

হারিয়ে গেছি আমি

তাই এখন চাঁদের ভিতর চন্দ্রবিন্দু খুঁজি
নীল চোখে সুই ফুটিয়ে লাল ছবি আঁকি
চিন্তাগুলো আমার কেমন যেনো এলোমেলো
সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি

যখন আমি থাকবো না আর
যেও আমায় ভুলে
হয়তো ঘড়ির কাঁটার মত আসবো আমি ফিরে
জানি বলছি আবোলতাবোল উলটোপালটা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি

হারিয়ে গেছি আমি...

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি, "একটি কথা পারবে কি শুনতে?
আমার এপিটাফের গায়ে যেনো থাকে লেখা
গেতো গান এই মানুষটা
খুব মন্দ না"

হারিয়ে গেছি আমি... 


**************************************************



শেষ গান - Shesh Gaan - Aurthohin Bangla Song Lyrics

শেষ গান - Shesh Gaan - Aurthohin Bangla Song Lyrics

sesh gaan lyrics nemesis,sesh gaan by aurthohin mp3 song download,epitaph aurthohin lyrics,aurthohin nikrishto lyrics,aurthohin songs lyrics,aurthohin lyrics amar protichobi,aurthohin anmone lyrics,epitaph lyrics bangla,sat din lyrics,
Shesh Gaan-www.banglasonglyrical.com

SONG CREDIT
Song: Sheshgaan
Artist: Aurthohin
Album: Osomapto 1


"শেষ গান" বাংলা লিরিক্স :


হারিয়ে গেছি আমি...
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে

গানটা লেখা শেষে

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম, গানের গলা যাচ্ছে যেনো মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখে রক্ত ঝরে
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি

হারিয়ে গেছি আমি

তাই এখন চাঁদের ভিতর চন্দ্রবিন্দু খুঁজি
নীল চোখে সুই ফুটিয়ে লাল ছবি আঁকি
চিন্তাগুলো আমার কেমন যেনো এলোমেলো
সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি

যখন আমি থাকবো না আর
যেও আমায় ভুলে
হয়তো ঘড়ির কাঁটার মত আসবো আমি ফিরে
জানি বলছি আবোলতাবোল উলটোপালটা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি

হারিয়ে গেছি আমি...

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি, "একটি কথা পারবে কি শুনতে?
আমার এপিটাফের গায়ে যেনো থাকে লেখা
গেতো গান এই মানুষটা
খুব মন্দ না"

হারিয়ে গেছি আমি... 


**************************************************