যদি কোনো দিন - Jodi Konodin - Aurthohin Bangla Song Lyrics
Jodi Konodin-www.banglasonglyrical.com |
SONG CREDIT
Song: Jodi Konodin
Artist: Aurthohin
Album: Osomapto 1
Song: Jodi Konodin
Artist: Aurthohin
Album: Osomapto 1
"যদি কোনো দিন" বাংলা লিরিক্স :
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে
আকাশের তারা হয়ে দেবো তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো
যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেবো শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কোনো এক সকালে কোনো দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে !!!!!!!!
******************************************************