রাতের ট্রেন - Raater Train - Aurthohin Song Lyrics
Rater- Train-www.banglasonglyrical.com |
SONG CREDIT
Song: Rater Train
Artist: Aurthohin
Album: Biborton
Artist: Aurthohin
Album: Biborton
"রাতের ট্রেন" বাংলা লিরিক্স :
নিবিড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
নিবিড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কালো সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি
ওই বহু দূরে
নিবিড় অজানায় ছুটে ছুটে
যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কালো সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি
ওই বহু দূরে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়
বৃষ্টি ছুয়ে যায়
কোনো দূর মেঠো পথে
স্তব্ধ ওই সীমানায়
বৃষ্টির শব্দ এসে
আমার এই মনটাকে
বিক্ষুব্ধ করে দায় এই রাতে
জানালায় অথৈ বাতাস
ছুয়ে যায় আজ আমাকে
অস্থির মন তাই আজ আমার
ঘর ছাড়া এই জীবনটাকে
নিয়ে চলেছি বহুদূর
জানিনা কোথায় থমকে যাবে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড !!
******************************************