এখন ও মাঝে মাঝে - Ekhono Majhe Majhe - Song Lyrics - Cover By Nobel Man
Ekhono Majhe Majhe- www.banglasonglyrical.com |
SONG CREDIT
Singer: Asif Akbar
Album: O Priya Tumi Kothy
Year: 2001
Cover :Nobel Man
"এখন ও মাঝে মাঝে" বাংলা লিরিক্স - নোবেল ম্যান :
এখন ও মাঝে মাঝে, মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই প্রাণ এই মন কেদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে
এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনার চরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এখনও মাঝে মাঝে, মাঝ রাত ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে !!!
*************************************************