তোরা শুনগো নীরব হইয়া - Tora Shungo Nirob Hoiya Lyrics
Song : Tora Shungo Nirob Hoiya
performance : Madol Folk Band
Music Direction : Dr. Tapan Roy
Music Arrangement : Rocket Mandol
Recordist : Sudip Santra & Rajen Basu
Mixing : Gautam Basu
তোরা শুনগো নীরব হইয়া বাংলা লিরিক্স - কৃষ্ণ ভক্তি গান :
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
ঐ এগো কি সুন্দর বা,
ঐ এগো কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
কলসিতে নাইরে জল
চলো যাই যমুনার জল,
ঐ এগো চলো সবে,
ঐ এগো চলো সবে সখী গনি নিয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
রুনু ঝুনু শব্দ শুনি
ঐ যায় ঐ যায় গুণমণি,
ঐ এগো চমকিয়া,
ঐ এগো চমকিয়া উঠে রাধার হিয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
বাঁশি বাজায় রসিক চান
হ্যাচকা হ্যাচকা মারে টান,
ঐ এগো বাজায় বাঁশি ..
ঐ এগো বাজায় বাঁশি জয় রাধা বলিয়া,
কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
ঐ এগো কি সুন্দর বা,
ঐ এগো কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
কলসিতে নাইরে জল
চলো যাই যমুনার জল,
ঐ এগো চলো সবে,
ঐ এগো চলো সবে সখী গনি নিয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
রুনু ঝুনু শব্দ শুনি
ঐ যায় ঐ যায় গুণমণি,
ঐ এগো চমকিয়া,
ঐ এগো চমকিয়া উঠে রাধার হিয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
বাঁশি বাজায় রসিক চান
হ্যাচকা হ্যাচকা মারে টান,
ঐ এগো বাজায় বাঁশি ..
ঐ এগো বাজায় বাঁশি জয় রাধা বলিয়া,
কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
তোরা শুনগো নীরব হইয়া
দ্যাখগো বাহির হইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া,
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।
**********************************************************
