অবহেলা - Obohela - Samz Vai New Song 2020
Song: Obohela
Singer: Samz Vai
Lyrics&Tune: Samz Vai
"অবহেলা" বাংলা লিরিক্স :
আমার স্বপনে আমার লেখা গানে
তুমিই শুধুই সেই মেয়ে
কোথায় হারালে আমাকে ছেঁড়ে
বলোনা কোন সে দূরে....
আমারও একা থাকা
আর ভালো লাগে না
কি করি তোমায় ছাড়া
আমি কিছুই বুজি না ।
আ আ আ আ আ আ আ আ
ও ও ও ও ও ও ও ও
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদোলে শুধু
করেছো অবহেলা ।
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদোলে শুধু
করেছো অবহেলা ।
আর কত রাত এইভাবে থাকবো
তুমি হীনা আর কত রাত কাটাবো
জানো না তুমি কেনো বোঝো না
কতটা বেসেছি ভালো ।
কিভুলে তুমি গেছো চলে
সব কিছু করে এলোমেলো
আহারে এই জীবন
তুমিহিনা কাটেনা আমার
তোমারই মাঝে দেখেছি আমি
কত স্বপ্ন হাজার।
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদোলে শুধু
করেছো অবহেলা । ২।
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদোলে শুধু
করেছো অবহেলা । ২।
*********************************************************

