চাঁদের শহর - Chander Shohor - Taalpatar Shepai Song Lyrics



Song : Chander Shohor
vocal, Pads & Rock organ : Pritam Das
Lyrics : Kritee Roy
composition & Direction : Pritam Das
Guitars : Suman Ghosh
Drums : Biswajyoti chakraborty
Bass guitar : Suman Ghosh & Pritam Das
Screenplay : Pritam & Suman
Video editing & vfx : Suman Ghosh
Label : Taalpatar Shepai


চাঁদের শহর বাংলা লিরিক্স - তালপাতার সেপাই : 

 

যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবি টুকু খুঁজে দিও।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল।

যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে,
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে।

বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম,
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।

চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই,
দমবন্ধ জীবনটাকে তুমি
করে রেখে যেও দায়ী।

রূটিনের নেশা কাটিয়ে
চলো খুঁজি সেই মধুমাস,
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস ..

যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল। 


**************************************************** 

 

চাঁদের শহর - Chander Shohor - Taalpatar Shepai Song

চাঁদের শহর - Chander Shohor - Taalpatar Shepai Song Lyrics



Song : Chander Shohor
vocal, Pads & Rock organ : Pritam Das
Lyrics : Kritee Roy
composition & Direction : Pritam Das
Guitars : Suman Ghosh
Drums : Biswajyoti chakraborty
Bass guitar : Suman Ghosh & Pritam Das
Screenplay : Pritam & Suman
Video editing & vfx : Suman Ghosh
Label : Taalpatar Shepai


চাঁদের শহর বাংলা লিরিক্স - তালপাতার সেপাই : 

 

যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবি টুকু খুঁজে দিও।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল।

যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে,
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে।

বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম,
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।

চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই,
দমবন্ধ জীবনটাকে তুমি
করে রেখে যেও দায়ী।

রূটিনের নেশা কাটিয়ে
চলো খুঁজি সেই মধুমাস,
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস ..

যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল। 


****************************************************