মুখোশ - Mukhosh - Artcell Song Lyrics

mukhosh by shayan lyrics,
artcell lyrics,
mukhosh-www.banglasonglyrical.com

SONG CREDIT
Artist : Artcell
Album: Onno Shomoy 
Year: 2002 

মুখোশ বাংলা লিরিক্স :

মুখোশে আমায় যেমন দেখ
পরিচ্ছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা
যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারপাশে
নিজের আয়নায় মুখোঁশবিহীন
পড়ে থাকি গল্প শেষে আমি
জানালার ভেতরে বাহিরে দুজন
দেয়ালের কাছাকাছি যাই
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই
মুখোঁশ যাকে তুমি চেন
চেন না যাকে মুখোঁশবিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন
শুণ্যতায় প্রশ্ন থেকে দাঁড়ায়
মনের খোলা ঘরে
দেয়ালে চৌকাঠে আয়নায়
কে সত্য? তুমি না আমি?

**********************************************

মুখোশ - Mukhosh - Artcell Song Lyrics

মুখোশ - Mukhosh - Artcell Song Lyrics

mukhosh by shayan lyrics,
artcell lyrics,
mukhosh-www.banglasonglyrical.com

SONG CREDIT
Artist : Artcell
Album: Onno Shomoy 
Year: 2002 

মুখোশ বাংলা লিরিক্স :

মুখোশে আমায় যেমন দেখ
পরিচ্ছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা
যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারপাশে
নিজের আয়নায় মুখোঁশবিহীন
পড়ে থাকি গল্প শেষে আমি
জানালার ভেতরে বাহিরে দুজন
দেয়ালের কাছাকাছি যাই
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই
মুখোঁশ যাকে তুমি চেন
চেন না যাকে মুখোঁশবিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন
শুণ্যতায় প্রশ্ন থেকে দাঁড়ায়
মনের খোলা ঘরে
দেয়ালে চৌকাঠে আয়নায়
কে সত্য? তুমি না আমি?

**********************************************