ভুল জন্ম - Bhul jonmo - Artcell Song Lyrics

ভুল জন্ম, Bhul jonmo, Artcell Song Lyrics, artcell new song, bangla song lyrics, artcell song lyrics,
bhul jonmo-www.banglasonglyrical.com
 SONG CREDIT
Song: Bhul Shopno
Band: Stone
Shahed - Guitar
Rafi - Bass
Ovi - Percussion
Ajoy - Vocal
Mithu - Guitar
Genre : Alternative rock

ভুল জন্ম বাংলা লিরিক্স :

আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়
স্বপ্ন মঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈত স্বত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার
চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মত তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা
অসাড়তা !!!

*****************************************

 

ভুল জন্ম - Bhul jonmo - Artcell Song Lyrics

ভুল জন্ম - Bhul jonmo - Artcell Song Lyrics

ভুল জন্ম, Bhul jonmo, Artcell Song Lyrics, artcell new song, bangla song lyrics, artcell song lyrics,
bhul jonmo-www.banglasonglyrical.com
 SONG CREDIT
Song: Bhul Shopno
Band: Stone
Shahed - Guitar
Rafi - Bass
Ovi - Percussion
Ajoy - Vocal
Mithu - Guitar
Genre : Alternative rock

ভুল জন্ম বাংলা লিরিক্স :

আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়
স্বপ্ন মঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈত স্বত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার
চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মত তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা
অসাড়তা !!!

*****************************************