Bangla Milbe Kobe Song Lyrics | বাংলা মিলবে কবে | Noble Man | Saikat Chattopadhyay |
Song : Bangla Milbe Kobe | বাংলা মিলবে কবে |
Singer: Noble (Noble Man)
Lyrics: Saikat Chattopadhyay
Tune: Saikat Chattopadhyay
Label: Noble Man
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
"Bangla Milbe Kobe " Song is sung by "Noble Man", this song lyrics is written by "Saikat Chattopadhyay", Bangla Milbe Kobe Lyrics, বাংলা মিলবে কবে লিরিক্স, Noble Man New Song 2020, Bangla Milbe Kobe Bangla lyrics Noble Man,
Bangla Milbe Kobe Song Lyrics In Bengali :
দেশের ভাগ তো করলে বড়
আকাশ টা কেনো বাকি?
জলের ভাগও পরিপাটি সাগরকে দিয়ে ফাঁকি (2x)
আলোর ওপর তারের বেড়া হিসেব নিকেশ কষে
সবুজ মাঠের এপার ওপার হুল ফোঁটানোর দোষে (2x)
তুমি পুরস্কৃত হবে
কবে গঙ্গা পদ্মা মিলবে অবশেষে
কবে সাতক্ষীরা ঠিক পড়বে বনগায় হেসে (2x)
দেখো দুইটি কুসুম একই বৃন্তে
ফুটে আছে আজও চারিপাশে
নাগপাশে সীমারেখা পারাবার
দেখো দিনের শেষে ঘুমের দেশে
স্বপ্ন দেখে আজও একই সাথেই
বর্ডার ধরে নামে অন্ধকার
আসলে বঙ্গভঙ্গে অঙ্গ ধ্বন্দে লন্ডভন্ড হয়ে
দ্বিধা দ্বন্দ্বে স্বপ্ন সঙ্গে ভাগাভাগি সোয়ে
ষড়যন্ত্রে বিভেদ মন্ত্রে হানাহানির সুরে
সংহতির শিক্ষা পেয়েও জয়ের থেকে দুরে
ভাষার ভাগও সুবহান আল্লাহ এদেশ ওদেশ বলে
মনের ভাগটাও করে ফেলছ জাতি ধর্মের ছলে (2x)
হয়তো তোমার বাড়ি আছে
আজও আমার পাড়ায়
আমার বাড়িও তোমার পাশেই
দিব্যি হাত নাড়ায় (2x)
তাও একদিন মাটি পাবে....
স্বপ্ন সিলেট হয়ে নদীয়া তে মেশে
স্বপ্ন সিলেট হয়ে নদীয়া তে মেশে
আমার বাংলা মিলবে কবে
অবশেষে (2x)
আকাশ টা কেনো বাকি?
জলের ভাগও পরিপাটি সাগরকে দিয়ে ফাঁকি (2x)
আলোর ওপর তারের বেড়া হিসেব নিকেশ কষে
সবুজ মাঠের এপার ওপার হুল ফোঁটানোর দোষে (2x)
তুমি পুরস্কৃত হবে
কবে গঙ্গা পদ্মা মিলবে অবশেষে
কবে সাতক্ষীরা ঠিক পড়বে বনগায় হেসে (2x)
দেখো দুইটি কুসুম একই বৃন্তে
ফুটে আছে আজও চারিপাশে
নাগপাশে সীমারেখা পারাবার
দেখো দিনের শেষে ঘুমের দেশে
স্বপ্ন দেখে আজও একই সাথেই
বর্ডার ধরে নামে অন্ধকার
আসলে বঙ্গভঙ্গে অঙ্গ ধ্বন্দে লন্ডভন্ড হয়ে
দ্বিধা দ্বন্দ্বে স্বপ্ন সঙ্গে ভাগাভাগি সোয়ে
ষড়যন্ত্রে বিভেদ মন্ত্রে হানাহানির সুরে
সংহতির শিক্ষা পেয়েও জয়ের থেকে দুরে
ভাষার ভাগও সুবহান আল্লাহ এদেশ ওদেশ বলে
মনের ভাগটাও করে ফেলছ জাতি ধর্মের ছলে (2x)
হয়তো তোমার বাড়ি আছে
আজও আমার পাড়ায়
আমার বাড়িও তোমার পাশেই
দিব্যি হাত নাড়ায় (2x)
তাও একদিন মাটি পাবে....
স্বপ্ন সিলেট হয়ে নদীয়া তে মেশে
স্বপ্ন সিলেট হয়ে নদীয়া তে মেশে
আমার বাংলা মিলবে কবে
অবশেষে (2x)
]] সমাপ্ত [[