Bahir Bole Dure Thakuk Lyrics | বাহির বলে দূরে থাকুক | Habib Wahid & Nancy | Third Person Singular Number |
🎧 SONG CREDIT 🎧
Song: Bahir Bole Dure Thakuk
Singer: Habib Wahid & Nancy
Tune: Habib Wahid
Lyrics: Marzuk Russell
Music: Habib Wahid
Compose: Habib Wahid
Label: Mahim Music
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
"Bahir Bole Dure Thakuk" song is sung by "Habib Wahid & Nancy", this song lyrics is written by "Marzuk Russell", this song music dirrected by "Habib Wahid", vitor bole dure thakuk lyrics bangla, বাহির বলে দূরে থাকুক লিরিক্স, বাহির বলে দূরে থাকুক গানের লিরিক্স, bahir bole dure thakuk bangla lyrics, bahir bole dure thakuk song lyrics, bangla song bahir bole dure thakuk,
Bahir Bole Dure Thakuk Bangla Lyrics :
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়দেখা
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা !!!
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়দেখা
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা !!!
]] সমাপ্ত [[