Ken Jochona Dhoila Pore (কেন জোছনা ডইলা পড়ে) Lyrics - Song By Raju Mozammel
♫♫ SONG CREDIT ♫♫
song : Ken Jochona Dhoila Pore
singer : Raju Mozammel
Music : Syed sujan
Edit : Hiron
Natok : Family Crisis
♫♫
এই গানের মুল শিল্পী আর,এম,হামিদ
কথা ও সুর কাজী আফজাল হোসেন
♫♫♫♫♫♫
গানটির ভিডিও দেখতে👇👇
♫♫♫♫♫♫
গানটির ভিডিও দেখতে👇👇
♫♫
"কেন জোছনা ডইলা পড়ে" বাংলা লিরিক্স :
কেন জোছনা ডইলা পড়ে আহাল্লাদে আহ্লাদ
কেন জোছনা ডইলা পড়ে আহাল্লাদে আহ্লাদ
কাছে নাই সোহাগের মানুষ, একলা কি ভাল্লাগে ?
কেন জোছনা ডইলা পড়ে।
রাত জাগা এক পাখি মনে
উইরা বেড়ায় খনে খনে
রাত জাগা এক পাখি মনে।।
রাত জাগা এক পাখি মনে
উইরা বেড়ায় খনে খনে
আধো আলো আধো ছায়ায়
নেশা নেশা লাগে ।
কেন জোছনা ডইলা পড়ে আহাল্লাদে আহ্লাদ
কেন জোছনা ডইলা পড়ে আহাল্লাদে আহ্লাদ
কাছে নাই সোহাগের মানুষ, একলা কি ভাল্লাগে ?
কেন জোছনা ডইলা পড়ে।
মনের মানুষ কাছে নাইরে
এই বেথা কেমনে সইরে,
মনের মানুষ কাছে নাইরে ।
মনের মানুষ কাছে নাইরে
এই বেথা কেমনে সইবো,
কাছে নাই সোহাগের মানুষ, একলা কি ভাল্লাগে ?
কেন জোছনা ডইলা পড়ে আহাল্লাদে আহ্লাদ
কেন জোছনা ডইলা পড়ে আহাল্লাদে আহ্লাদ
কাছে নাই সোহাগের মানুষ, একলা কি ভাল্লাগে ?
কেন জোছনা ডইলা পড়ে।
]] সমাপ্ত [[
Tags : Raju Mozammel, Syed sujan, Family Crisi,Ken Jochona Dhoila Pore,
কেন জোছনা ডইলা পড়ে, Bangla Song Lyrics,
কেন জোছনা ডইলা পড়ে, Bangla Song Lyrics,


