অদেখা সর্গ - Odekha Shorgo - Artcell Song Lyrics
odekha shorgo-www.banglasonglyrical.com |
SONG CREDIT
Song: Odekha Shorgo
Artist: Artcell
Album:Charpotro mixed
অদেখা স্বর্গ বাংলা লিরিক্স :
এই ঘরে ফেরা নিজেকে ফিরে দেখা
আয়নাতে কার মায়ায়?
আঁধারে আলোছায়া আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
যতবার জন্মেছি তোমারি আশাতে
ততবারই আমার এ ফিরে চলা
দূর থেকে দেখা আমার ভালোবাসা
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
আমার ঘৃণা তোমাকে
পোড়াবে না, দেখাবে স্বপ্ন
আমার দুঃখ তোমারই আকাশে
মেঘ হয়ে কাঁদবে না
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত
যত কষ্টের স্মৃতি..
তোমার জন্য বাঁচতে শেখাবে
মৃত্যু হয়ে ছোঁবে না..
কত মিথ্যে অভিনয়ে গড়া
এ জীবন অচেনা ছোঁয়ায়
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
আয়নাতে কার মায়ায়?
আঁধারে আলোছায়া আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
যতবার জন্মেছি তোমারি আশাতে
ততবারই আমার এ ফিরে চলা
দূর থেকে দেখা আমার ভালোবাসা
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
আমার ঘৃণা তোমাকে
পোড়াবে না, দেখাবে স্বপ্ন
আমার দুঃখ তোমারই আকাশে
মেঘ হয়ে কাঁদবে না
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত
যত কষ্টের স্মৃতি..
তোমার জন্য বাঁচতে শেখাবে
মৃত্যু হয়ে ছোঁবে না..
কত মিথ্যে অভিনয়ে গড়া
এ জীবন অচেনা ছোঁয়ায়
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
********************************************