Pagla Hawar Badol Dine lyrics | পাগলা হাওয়ার বাদল দিনে | Shreya Ghoshal | Nachiketa Chakraborty | Rabindra Sangeet |
♫♫ SONG CREDIT ♫♫
Song : Pagla Hawar Badol Dine (Remix)
Artist : Shreya Ghoshal, Nachiketa Chakraborty
Album : The Bong Connection
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
Pagla Hawar Badol Dine Bangla lyrics :
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
যাবে না যাবে না
দেয়াল যত সব গেলো টুটে।
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা
বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
পাবো না পাবো না আ মরি
অসম্ভবের পায়ে মাথা খুটে
পাবো না পাবো না,
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে
ও পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে !!!
উ লালা উ লালা হে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
যাবে না যাবে না
দেয়াল যত সব গেলো টুটে।
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা
বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
পাবো না পাবো না আ মরি
অসম্ভবের পায়ে মাথা খুটে
পাবো না পাবো না,
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে
ও পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
উ লালা উ লালা উ লালা হে
উ লালা উ লালা হে !!!
]] সমাপ্ত [[