Charpoka Lyrics | ছারপোকা | Ashes | 



♫♫ SONG CREDIT ♫♫

Song : Charpoka ( ছারপোকা )  
Band : Ashes
Lyrics & Tune : Zunayed Evan  
Mixed and Mastered : Sultan Rafsan Khan



❤❤গানটির ভিডিও দেখতে❤❤

Charpoka Lyrics in Bangla :




আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়

মিছেমিছি ভয় পাওয়া আবার
হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?

মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে !! 


]] সমাপ্ত [[

Charpoka Lyrics - Song By Ashes

Charpoka Lyrics | ছারপোকা | Ashes | 



♫♫ SONG CREDIT ♫♫

Song : Charpoka ( ছারপোকা )  
Band : Ashes
Lyrics & Tune : Zunayed Evan  
Mixed and Mastered : Sultan Rafsan Khan



❤❤গানটির ভিডিও দেখতে❤❤

Charpoka Lyrics in Bangla :




আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়

মিছেমিছি ভয় পাওয়া আবার
হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?

মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে !! 


]] সমাপ্ত [[