Durey Bangla Lyrics | দূরে | Syed Nafis & Palloby Roy | Hotat Dekha Natok Song |
🎧 SONG CREDIT 🎧
Song: Durey (দূরে)
Lyrics and Tune: Syed Nafis
Singer: Syed Nafis, Palloby Roy
Music Arrangement : Syed Nafis & Subhro Raha
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
Video Link :- Youtube
Durey Je Chile Bangla Lyrics :
দূরে যে ছিলে
ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি
আমি সামলে দু’চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে
দেখা হবে ভাবি নি আগে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে
দূরে থেকেও ক্ষনিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা
ওওওওও
আগলে আছি যে টুকু আছি বেঁচে
বলবো কি করে যে টুকু বলার আছে
দেখা হবে ভাবি নি আগে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে !!!
ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি
আমি সামলে দু’চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে
দেখা হবে ভাবি নি আগে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে
দূরে থেকেও ক্ষনিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা
ওওওওও
আগলে আছি যে টুকু আছি বেঁচে
বলবো কি করে যে টুকু বলার আছে
দেখা হবে ভাবি নি আগে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে
দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে
হারিয়ে গেছে কবে যে !!!
]] সমাপ্ত [[