সুন্দর কন্যা - Sundor Konna - Kathbirali - Shafi Mandal - Bangla Song Lyrics
sundor-konna-www.banglasonglyrical.com |
গানঃ সুন্দর কন্যা
কথাঃ সেলিম আল দীন
সুরঃ ইউসুফ হাসান অর্ক
কণ্ঠঃ শফি মন্ডল
সংগীতঃ ইমন চৌধুরী
চলচ্চিত্রঃ কাঠবিড়ালী
কথাঃ সেলিম আল দীন
সুরঃ ইউসুফ হাসান অর্ক
কণ্ঠঃ শফি মন্ডল
সংগীতঃ ইমন চৌধুরী
চলচ্চিত্রঃ কাঠবিড়ালী
"সুন্দর কন্যা" বাংলা লিরিক্স :
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নেই ক্যান কথা?
বাতাসে কাঁপিছে কন্যা
তোমার পটের বসন খানি,
দূরের পানে চাইয়া লো কন্যা
কেনে দুইচোখে ঝরে পানি?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নেই ক্যান কথা?
কে বা তোমার পিতামাতা লো কন্যা?
তোমার কোথায় বাড়ি-ঘর?
ক্যান বা দেখি বনে বনে,
কন্যা দাও মোরে উত্তর?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নেই ক্যান কথা?
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নেই ক্যান কথা?
বাতাসে কাঁপিছে কন্যা
তোমার পটের বসন খানি,
দূরের পানে চাইয়া লো কন্যা
কেনে দুইচোখে ঝরে পানি?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নেই ক্যান কথা?
কে বা তোমার পিতামাতা লো কন্যা?
তোমার কোথায় বাড়ি-ঘর?
ক্যান বা দেখি বনে বনে,
কন্যা দাও মোরে উত্তর?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নেই ক্যান কথা?
***********************************************