Sokhi Go Amar Mon Vala Na Bangla Lyrics | Folk Song | সখী গো আমার মন ভালা না বাংলা লিরিক্স
♫♫ SONG CREDIT ♫♫
Song : Sokhi Go Amar Mon Vala Naa
Lyric & Tune: Jk Majlish feat. Sultana Yeasmin Laila
Keyboard : Jk Majlish
Guitar : Nur Ali
Drums : Rushdi, Percussions: Zico,
Flute: Sohag, Dotara: Anondo,
Bass : Kakon
Show : IGLOO FOLK STATION
গানটির ভিডিও দেখতে👇👇
সখী গো আমার মন ভালা না বাংলা লিরিক্স :
আখ খেতে ছাগল বন্দি
জলে বন্দি মাছ
হায়রে নারির কাছে পুরুষ বন্দি
ঘুরায় বারো মাস
সখী গো ও আমার মন ভালা না
সখী গো ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো ও আমার মন ভালা না
সখী গো ও আমার মন ভালা না।
এক জাতের নারি আছে শুধুই পান খায়
এক জাতের নারি আছে শুধুই পান খায়
আরে এই বাড়ির কথা লইয়া ঐ বাড়িতে লাগায়
সখী গো ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো ও আমার মন ভালা না
সখী গো ও আমার মন ভালা না।
যেই নারি গোসল কইরা চুল দিলো ঝাড়া
যেই নারি গোসল কইরা চুল দিলো ঝাড়া
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া
সখী গো ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখি গো ও আমার মন ভালো না
সখী গো ও আমার মন ভালা না।
এক জাতের নারি আছে লম্বা কালো চুল
হায়রে এক জাতের নারি আছে লম্বা কালো চুল
সেই নারি বছর বছর ঘরে ফুটায় ফুল
সখী গো ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সোখি গো ও আমার মন ভালা না
সোখি গো ও আমার মন ভালা না।
পিরিত যতন পিরিত রতন পিরিত বড়ই ল্যাড়া
হায়রে পিরিত যতন পিরিত রতন
পিরিত বড়ই ল্যাড়া
হায়রে পিরিত কইরা মইরা গেছে
ময়মনসিংহের বেড়া
সখী গো ও আমার মন ভালা না
সখী গো ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো ও আমার মন ভালা না
আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ
আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ
নারির কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস
সখী গো ও আমার মন ভালা না !!!!
]] সমাপ্ত [[
Tags : Jk Majlish feat. Sultana Yeasmin Laila, Folk Song, IGLOO FOLK STATION,