Kotobaro Vebechinu lyrics - Song By Rezwana Choudhury Bannya
♫♫ SONG CREDIT ♫♫
Singer: REZWANA CHOWDHURY BANNYA
Lyrics : RABINDRANATH TAGORE
Tune: RABINDRANATH TAGORE
গানটির ভিডিও দেখতে👇👇
Kotobaro Vebechinu Bengali lyrics :
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব প্রণয়ের কথা
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী
কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়
আপনি আজিকে যবে শুধাইছ আসি
আপনি আজিকে যবে শুধাইছ আসি
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া !!!
]] সমাপ্ত [[
Tags : Rabindra Sangeet, Rezwana Choudhury Bannya, bangla lyric song,bangla song lyrics, bangla song lyric,kotobaro bhebechinu lyrics, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া lyrics,