Keno Tare Bhalobashilam (কেন তারে ভালবাসিলাম) Lyrics - Song By Habib feat Helal - Baul Salam
♫♫ SONG CREDIT ♫♫
Song : Keno Tare Bhalobashilam
Singer : Helal
Music : Habib Wahid
Lyrics & Tune : Baul Salam
Cast : Aaron
Video Production : HW Productions
Color : Faisal Mahmud
গানটির ভিডিও দেখতে👇👇
গানটির ভিডিও দেখতে👇👇
"কেন তারে ভালবাসিলাম" বাংলা লিরিক্স :
কেন তারে ভালবাসিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
কেন তারে ভালবাসিলাম রে দয়াল
কেন তারে ভালবাসিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
করি আমি যার কামনা
সে তো আমায় পাইতে চায় না রে
আরে ও দয়াল রে।
উলু বনে মুক্তা ছড়াইলাম রে দয়াল
উলু বনে মুক্তা ছড়াইলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
তার কারনে পাগল মনটা
হৃদয় মাঝে বাজে ঘন্টা রে
আরে ও দয়াল রে।
কেন যে তার আশায় থাকিলাম রে দয়াল
কেন যে তার আশায় থাকিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
দিতে গিয়ে ভুলের মাশুল
আমি সে উদাসী বাউল রে
আরে ও দয়াল রে।
পাগল পাড়ায় থাকে তোর সালাম রে দয়াল
পাগল পাড়ায় ঘুরে তোর সালাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
কেন তারে ভালবাসিলাম রে দয়াল
কেন তারে ভালবাসিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
কেন তারে ভালবাসিলাম রে দয়াল
কেন তারে ভালবাসিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
করি আমি যার কামনা
সে তো আমায় পাইতে চায় না রে
আরে ও দয়াল রে।
উলু বনে মুক্তা ছড়াইলাম রে দয়াল
উলু বনে মুক্তা ছড়াইলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
তার কারনে পাগল মনটা
হৃদয় মাঝে বাজে ঘন্টা রে
আরে ও দয়াল রে।
কেন যে তার আশায় থাকিলাম রে দয়াল
কেন যে তার আশায় থাকিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
দিতে গিয়ে ভুলের মাশুল
আমি সে উদাসী বাউল রে
আরে ও দয়াল রে।
পাগল পাড়ায় থাকে তোর সালাম রে দয়াল
পাগল পাড়ায় ঘুরে তোর সালাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
কেন তারে ভালবাসিলাম রে দয়াল
কেন তারে ভালবাসিলাম
জীবনে কি ভুল করিলাম রে দয়াল
জীবনে কি ভুল করিলাম।
]] সমাপ্ত [[
Tags : Habib Wahid, Helal, Baul Salam, Aaron, Keno Tare Bhalobashilam, কেন তারে ভালবাসিলাম, Habib New Song Lyrics, Bangla Song Lyrics,