Ekai Bhalo (একাই ভালো) Lyrics - Song By Durnibar Saha
♫♫ SONG CREDIT ♫♫
Singer: Durnibar Saha
Lyrics: Ritam Sen
Music Director: Arko
Movie: Shantilal O Projapoti Rohoshyo
গানটির ভিডিও দেখতে👇👇
Singer: Durnibar Saha
Lyrics: Ritam Sen
Music Director: Arko
Movie: Shantilal O Projapoti Rohoshyo
গানটির ভিডিও দেখতে👇👇
"একাই ভালো" বাংলা লিরিক্স :
যেন সারারাত ধরে কাল জমেছে শিশির
দু'এক কণা কাশ পাতা চোখের কোলে স্থির
তুমি এখন আলোয় আলো।
এলোমেলো পালকের ঘুম ভাঙা ডানা
উড়ে গেছে আদোরের মিথ্যে বাহানা
বোধহয় আমি একাই ভালো
আমি বোধহয় একাই ভালো।
খামখেয়ালি স্বপ্নদের, শহরতলির গল্পদের
না লেখা পাতায়, তোমাকে মানায়
হো.. বয়স হলে রূপকথায়
সবাই ভালো থাকতে চায়
একটু না চাওয়ায় চাইছে আজ আমায় হো
দূরে কোনো কারখানার সকালের সাড়ায়
ছোট ছোট আস্তানার ধোঁয়ার ইশারায়
আজব শহর নেবে জ্বলে।
পুরোনো চায়ের দোকান বন্ধুদের পাড়ায়
খুচরো কিছু অভিমান টেবিলে গড়ায়
তোমার কথা সবাই বলে
তোমার কথা সবাই বলে।
খামখেয়ালি স্বপ্নদের, শহরতলির গল্পদের
না লেখা পাতায়, তোমাকে মানায়
হো.. বয়স হলে রূপকথায়
সবাই ভালো থাকতে চায়
একটু না চাওয়ায় চাইছে আজ আমায় হো
পাঁচমেশালি সভ্যতায়
কাউকে খোঁজা শক্ত নয়
হয়তো হারানোই তোমাকে মানায় হো
খুন'খারাপি রোদ্দুরে, পলাশ পড়ে পথ জুড়ে
একটু না পাওয়াই পেয়েছে আজ আমায় !!
দু'এক কণা কাশ পাতা চোখের কোলে স্থির
তুমি এখন আলোয় আলো।
এলোমেলো পালকের ঘুম ভাঙা ডানা
উড়ে গেছে আদোরের মিথ্যে বাহানা
বোধহয় আমি একাই ভালো
আমি বোধহয় একাই ভালো।
খামখেয়ালি স্বপ্নদের, শহরতলির গল্পদের
না লেখা পাতায়, তোমাকে মানায়
হো.. বয়স হলে রূপকথায়
সবাই ভালো থাকতে চায়
একটু না চাওয়ায় চাইছে আজ আমায় হো
দূরে কোনো কারখানার সকালের সাড়ায়
ছোট ছোট আস্তানার ধোঁয়ার ইশারায়
আজব শহর নেবে জ্বলে।
পুরোনো চায়ের দোকান বন্ধুদের পাড়ায়
খুচরো কিছু অভিমান টেবিলে গড়ায়
তোমার কথা সবাই বলে
তোমার কথা সবাই বলে।
খামখেয়ালি স্বপ্নদের, শহরতলির গল্পদের
না লেখা পাতায়, তোমাকে মানায়
হো.. বয়স হলে রূপকথায়
সবাই ভালো থাকতে চায়
একটু না চাওয়ায় চাইছে আজ আমায় হো
পাঁচমেশালি সভ্যতায়
কাউকে খোঁজা শক্ত নয়
হয়তো হারানোই তোমাকে মানায় হো
খুন'খারাপি রোদ্দুরে, পলাশ পড়ে পথ জুড়ে
একটু না পাওয়াই পেয়েছে আজ আমায় !!
]] সমাপ্ত [[
Tags : Durnibar Saha, Indian Bangla, Arko,Shantilal O Projapoti Rohoshyo, Ritam Sen , Ekai Bhalo , একাই ভালো, Bangla Song Lyrics,