Joto Dure (যতদূরেই) Lyrics - Song By Warfaze
♫♫ SONG CREDIT ♫♫
Song : Jotodurey
Joto Dure "যতদূরেই" বাংলা লিরিক্স:
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি !!!
]] সমাপ্ত [[
Tags : Warfaze, Mizan Rahman Miza, Aalo Album, Joto Dure Bangali Lyrics,
যতদূরেই থাকো লিরিক্স, Bangali Song Lyrics,
যতদূরেই থাকো লিরিক্স, Bangali Song Lyrics,