Hridoyer Ekul Okul Lyrics - Rabindranath Tagore Song 


hridoyer ekul okul lyrics, bangla lyric song, bangla song lyrics, hridoyer ekul okul bangla lyrics, lyric bangla song, bangla songs lyrics, hridoyer ekul okul song lyrics, bangla song lyric, bangla song lyrics, hridoyer ekul okul reunion lyrics, hridoyer ekul okul dukul vese lyrics, হৃদয়ের একুল ওকুল দুকুল লিরিক্স, bangla song with lyrics,
  
♫♫ SONG CREDIT ♫♫

Song: Hridoyer E kul
Artist : Rezwana Choudhuri Bannya
Album : Sonar Tari-The Golden Boat



গানটির ভিডিও দেখতে 👇👇


Hridoyer Ekul Okul Lyrics in Bengali :



হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়ন-বারি

যে দিকে চেয়ে দেখি ওগো সখী
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়নবারি।

পরানে পড়িয়াছে টান
ভরা নদীতে আসে বান
পরানে পড়িয়াছে টান
ভরা নদীতে আসে বান

আজিকে কী ঘোর তুফান সজনি গো
বাঁধো আর বাঁধিতে নারি
বাঁধ আর বাঁধিতে নারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি  উথলে নয়নবারি।

কেন এমন হল গো, আমার এই নব'যৌবনে
সহসা কী বহিলো কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে

হৃদয় আপনি উদাস মরমে কিসেরও হুতাশ
হৃদয় আপনি উদাস মরমে কিসেরও হুতাশ
জানি না কী বাসনা কী বেদনা গো

কেমনে আপনা নিবারি
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়নবারি

যে দিকে চেয়ে দেখি ওগো সখী
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি

উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়নবারি। 

]] সমাপ্ত [[


Tags : Rezwana Choudhury Bannya, Rabindranath Tagore Song, Rabindra Sangeet,
hridoyer ekul okul lyrics, bangla lyric song, bangla song lyrics, হৃদয়ের একুল ওকুল দুকুল লিরিক্স, bangla song with lyrics,

Hridoyer Ekul Okul Lyrics - Rezwana Choudhury Bannya

Hridoyer Ekul Okul Lyrics - Rabindranath Tagore Song 


hridoyer ekul okul lyrics, bangla lyric song, bangla song lyrics, hridoyer ekul okul bangla lyrics, lyric bangla song, bangla songs lyrics, hridoyer ekul okul song lyrics, bangla song lyric, bangla song lyrics, hridoyer ekul okul reunion lyrics, hridoyer ekul okul dukul vese lyrics, হৃদয়ের একুল ওকুল দুকুল লিরিক্স, bangla song with lyrics,
  
♫♫ SONG CREDIT ♫♫

Song: Hridoyer E kul
Artist : Rezwana Choudhuri Bannya
Album : Sonar Tari-The Golden Boat



গানটির ভিডিও দেখতে 👇👇


Hridoyer Ekul Okul Lyrics in Bengali :



হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়ন-বারি

যে দিকে চেয়ে দেখি ওগো সখী
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়নবারি।

পরানে পড়িয়াছে টান
ভরা নদীতে আসে বান
পরানে পড়িয়াছে টান
ভরা নদীতে আসে বান

আজিকে কী ঘোর তুফান সজনি গো
বাঁধো আর বাঁধিতে নারি
বাঁধ আর বাঁধিতে নারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি  উথলে নয়নবারি।

কেন এমন হল গো, আমার এই নব'যৌবনে
সহসা কী বহিলো কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে

হৃদয় আপনি উদাস মরমে কিসেরও হুতাশ
হৃদয় আপনি উদাস মরমে কিসেরও হুতাশ
জানি না কী বাসনা কী বেদনা গো

কেমনে আপনা নিবারি
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়নবারি

যে দিকে চেয়ে দেখি ওগো সখী
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি

উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
হায় সজনি উথলে নয়নবারি। 

]] সমাপ্ত [[


Tags : Rezwana Choudhury Bannya, Rabindranath Tagore Song, Rabindra Sangeet,
hridoyer ekul okul lyrics, bangla lyric song, bangla song lyrics, হৃদয়ের একুল ওকুল দুকুল লিরিক্স, bangla song with lyrics,