Dhurbotara ( ধ্রুবতারা ) - Bangla Lyrics - Song By S I Tutul
SONG CREDIT
Singer : S.I Tutul
Band : Face To Face
Lyric & Tune : Face To Face
Music : Face To Face
গানটির ভিডিও দেখতে👇👇👇
Singer : S.I Tutul
Band : Face To Face
Lyric & Tune : Face To Face
Music : Face To Face
গানটির ভিডিও দেখতে👇👇👇
গানটির অডিও ফাইলটি ডাউনলোড করতে👇👇
"Dhurbotara" Lyrics :
রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী
দূরের ঐ ধ্রুবতারা
কতটা বেসেছি ভাল
শুধু মন জানে, এ হৃদয় জানে
জানি তুমি আর ফিরবে না
নিভে যাওয়া দ্বীপ জ্বালাবে না আর
প্রতি নিশ্বাসে কষ্ট ধরে
বেচে থাকা দ্বায় তোমাকে ছাড়া
এ জীবনে তুমি আমার হবে না
নিয়তি কি তবে এভাবে লেখা
কেন এ জীবন ছন্নছাড়া
সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুবতারা...
ধ্রুবতারা
শুধু মন জানে
এ হৃদয় জানে !!!
দূরের ঐ ধ্রুবতারা
কতটা বেসেছি ভাল
শুধু মন জানে, এ হৃদয় জানে
জানি তুমি আর ফিরবে না
নিভে যাওয়া দ্বীপ জ্বালাবে না আর
প্রতি নিশ্বাসে কষ্ট ধরে
বেচে থাকা দ্বায় তোমাকে ছাড়া
এ জীবনে তুমি আমার হবে না
নিয়তি কি তবে এভাবে লেখা
কেন এ জীবন ছন্নছাড়া
সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুবতারা...
ধ্রুবতারা
শুধু মন জানে
এ হৃদয় জানে !!!
]] সমাপ্ত [[