Bela Bose (Dosh Bochor Por) বেলা বোস (দশ বছর পর) - A tribute to Anjan Dutt From Arghya Roy
SONG CREDIT
Song : বেলা বোস (দশ বছর পর)
Singer : Arghya Roy
A tribute to Anjan Dutta
গানটির ভিডিও দেখতে👇👇👇
Song : বেলা বোস (দশ বছর পর)
Singer : Arghya Roy
A tribute to Anjan Dutta
গানটির ভিডিও দেখতে👇👇👇
বেলা বোস (দশ বছর পর) বাংলা লিরিক্স :
দশটা বছর পেরোচ্ছে আজ বেলা
তবুও তুমি কি পারছোনা শুনতে
মিটারটা যে বেড়েই যাচ্ছে আমার অপেক্ষার
সেটা যদি বেলা তুমি আজ বুঝতে
স্বপ্নটা বেলা হল না আর সত্যি
দেখিনা তোমায় ওপাশ ফিরে শুলে
তোমার চুলের গন্ধে যখন, আমার রন্ধ্র জাগে সারাক্ষণ
আমার স্পর্শ গেছ কি বেলা ভুলে?
এটা কি 2441139 বেলা বোস তুমি পারছ কি শুনতে
দশ বারোবার রঙ নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর হারাতে।
হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার
চাকরিটা আমি কখনও পাইনি জানো?
মিথ্যে বলে আটকাতে চেয়েছিলাম
তবু দিনরাত এক করে দিয়ে, চাকরি খুঁজেছি হন্যে হয়ে..
বেলাকে আমি কথাটা যে দিয়েছিলাম।
শুনেছি বেলা আজ তুমি সুখে আছো
টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার
তবু সে কি বেলা বুঝতে পারে তোমার না বলা কথা..
মিটিয়ে দেয় কি সবগুলো আবদার?
এটা কি 2441139... !!!
তবুও তুমি কি পারছোনা শুনতে
মিটারটা যে বেড়েই যাচ্ছে আমার অপেক্ষার
সেটা যদি বেলা তুমি আজ বুঝতে
স্বপ্নটা বেলা হল না আর সত্যি
দেখিনা তোমায় ওপাশ ফিরে শুলে
তোমার চুলের গন্ধে যখন, আমার রন্ধ্র জাগে সারাক্ষণ
আমার স্পর্শ গেছ কি বেলা ভুলে?
এটা কি 2441139 বেলা বোস তুমি পারছ কি শুনতে
দশ বারোবার রঙ নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর হারাতে।
হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার
চাকরিটা আমি কখনও পাইনি জানো?
মিথ্যে বলে আটকাতে চেয়েছিলাম
তবু দিনরাত এক করে দিয়ে, চাকরি খুঁজেছি হন্যে হয়ে..
বেলাকে আমি কথাটা যে দিয়েছিলাম।
শুনেছি বেলা আজ তুমি সুখে আছো
টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার
তবু সে কি বেলা বুঝতে পারে তোমার না বলা কথা..
মিটিয়ে দেয় কি সবগুলো আবদার?
এটা কি 2441139... !!!
]] সমাপ্ত [[
Tags : Anjan Dutta, Arghya Roy, Bela Bose, দশ বছর পর, A tribute to Anjan Dutt,