Tor Sathe (তোর সাথে) Lyrics

Song Name : Tor Sathe
Film : Generation Aami
Singer : Sudipto Chowdhury
Music Director : Arindom Chatterjee
Lyrics : Prasen
Programmer : Sourav Roy
Mix and Master : Suvam Moitra
Story, Screenplay and Direction : Mainak Bhaumik
Cinematography : Manoj Karmakar
Background Score : Savvy
Music Label : SVF Music

তোর সাথে বাংলা লিরিক্স - 

বলে দিলি তুই
আমি কিচ্ছু পারিনা,
সাদা-কালো সমাজে
আমি বাঁচতে জানি না।
বলে দিলি তুই
আমি কিচ্ছু পারিনা,
সাদাকালো সমাজে
আমি বাঁচতে জানি না।

তাড়াতে পারি না, আমায়
তোর কাছ থেকে,
সত্যি না হলেও
বানিয়ে বলে দে তুই,
হয়ে ছোট্ট একটা পালক
আজ জানলা খুলে দে তুই,
কাল ভেজানোর দিনে
এইতো সবে এলি,
হয়ে কাক ভেজানোর স্নান
প্লিজ যাস না চলে,
হলে হবে আড়ি, নয়তো ভাব
তোর সাথে, হুঁ.. তোর সাথে।

ভালো থাকিস ভালোবাসায়
চোখেতে জল আনিস না আর,
দেখ আমার ফিরে আসার
হয়ে এলো সময়,
দেখ আবার, তোর সাথে,
হুঁ.. তোর সাথে।

হয়ে যা তুই হঠাৎ ভালো
হয়ে যা তুই আকাশ কালো,
আমি হবো সে রাজকুমার
রাতে জ্বেলে রাখা পাশের আলো,
তোর কাছে,
হুঁ.. তোর সাথে। 


****************************************************** 

Tor Sathe (তোর সাথে) | Sudipto Chowdhury

Tor Sathe (তোর সাথে) Lyrics

Song Name : Tor Sathe
Film : Generation Aami
Singer : Sudipto Chowdhury
Music Director : Arindom Chatterjee
Lyrics : Prasen
Programmer : Sourav Roy
Mix and Master : Suvam Moitra
Story, Screenplay and Direction : Mainak Bhaumik
Cinematography : Manoj Karmakar
Background Score : Savvy
Music Label : SVF Music

তোর সাথে বাংলা লিরিক্স - 

বলে দিলি তুই
আমি কিচ্ছু পারিনা,
সাদা-কালো সমাজে
আমি বাঁচতে জানি না।
বলে দিলি তুই
আমি কিচ্ছু পারিনা,
সাদাকালো সমাজে
আমি বাঁচতে জানি না।

তাড়াতে পারি না, আমায়
তোর কাছ থেকে,
সত্যি না হলেও
বানিয়ে বলে দে তুই,
হয়ে ছোট্ট একটা পালক
আজ জানলা খুলে দে তুই,
কাল ভেজানোর দিনে
এইতো সবে এলি,
হয়ে কাক ভেজানোর স্নান
প্লিজ যাস না চলে,
হলে হবে আড়ি, নয়তো ভাব
তোর সাথে, হুঁ.. তোর সাথে।

ভালো থাকিস ভালোবাসায়
চোখেতে জল আনিস না আর,
দেখ আমার ফিরে আসার
হয়ে এলো সময়,
দেখ আবার, তোর সাথে,
হুঁ.. তোর সাথে।

হয়ে যা তুই হঠাৎ ভালো
হয়ে যা তুই আকাশ কালো,
আমি হবো সে রাজকুমার
রাতে জ্বেলে রাখা পাশের আলো,
তোর কাছে,
হুঁ.. তোর সাথে। 


******************************************************