Porichoy (পরিচয়) Anupam Roy Lyrics
Song : Porichoy
Music, lyrics, vocals & acoustic guitar : Anupam Roy
Electric guitar : Rishabh Ray
Bass guitar : Kaustav Biswas
Director : Sandipan Parial
Editor : Debmalya Mukherjee
DOP : Surajit Dawn, Sourav Chatterjee
Subtitle : Piya Chakraborty
Music, lyrics, vocals & acoustic guitar : Anupam Roy
Electric guitar : Rishabh Ray
Bass guitar : Kaustav Biswas
Director : Sandipan Parial
Editor : Debmalya Mukherjee
DOP : Surajit Dawn, Sourav Chatterjee
Subtitle : Piya Chakraborty
Copyright : Anupam Roy Creations (ARC)
পরিচয় লিরিক্স - অনুপম রায় :
যদি ওরা তোমায় চিনতে চেয়ে
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
.................................................................................................
