Ei Bristy Bheja Raate "এই বৃষ্টি ভেজা রাতে" lyrics - Song By Artcell
Ei Bristy Bheja Raate-www.banglasonglyrical.com |
♫♫ SONG CREDIT ♫♫
Title: Ei Bristy Bheja Raate
Singer : George Lincoln D'costa
Singer : George Lincoln D'costa
Band: Artcell
এই বৃষ্টি ভেজা রাতে বাংলা লিরিক্স :
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
পাখি মৃদু কণ্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাঁশফুল কেনো ফোটে না
ছুঁয়ে ছুঁয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা
ভেসে তুমি কেনো আসো না?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
হৃদয়ে যত অনুভূতি আছে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা
হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসো না?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না !!
]] সমাপ্ত [[