আনমনে - Anmone - Aurthohin Song Lyrics

anmone lyrics in english
anmone lyrics mahtim shakib
anmone lyrics with chords
anmone aurthohin
anmone 2
anmone tahsan mala lyrics
aurthohin lyrics
epitaph aurthohin lyrics
anmone- www.banglasonglyrical.com

SONG CREDIT
Song: Anmonne
Artist: Aurthohin
Album: Osomapto 1


আনমনে বাংলা লিরিক্স :

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আঁধার আকাশটাকে ফেলে
শুধু আমি জেগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখ
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে?
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে
ডাকি না কাউকে যে
পড়ি না আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে
বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি
হোও...
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে?
ভেঙ্গে যাক তোমার আমার
মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি
তোমার হাত ধরবো বলে
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে? 

******************************************************

আনমনে - Anmone - Aurthohin Song Lyrics

আনমনে - Anmone - Aurthohin Song Lyrics

anmone lyrics in english
anmone lyrics mahtim shakib
anmone lyrics with chords
anmone aurthohin
anmone 2
anmone tahsan mala lyrics
aurthohin lyrics
epitaph aurthohin lyrics
anmone- www.banglasonglyrical.com

SONG CREDIT
Song: Anmonne
Artist: Aurthohin
Album: Osomapto 1


আনমনে বাংলা লিরিক্স :

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আঁধার আকাশটাকে ফেলে
শুধু আমি জেগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখ
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে?
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে
ডাকি না কাউকে যে
পড়ি না আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে
বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি
হোও...
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে?
ভেঙ্গে যাক তোমার আমার
মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি
তোমার হাত ধরবো বলে
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে? 

******************************************************