Kichchu Chaini Aami Lyrics (কিচ্ছু চাইনি আমি) | Shah Jahan Regency | Anirban Bhattacharya |
♫♫ SONG CREDIT ♫♫
Song name: Kichchu Chaini Aami
Singer: Anirban Bhattacharya
Music Composer: Prasen
Lyricist: Dipangshu Acharya
Arrangement: Indraadip Das Gupta
Nylon Guitar: Subhomoy Chowdhury
Violin: Rohan Roy
গানটির ভিডিও দেখতে👇👇
Kichchu Chaini Aami" in the voice of actor Anirban Bhattacharya, from the movie "Shah Jahan Regency". Hear and sing along. This Song Lyrics Is Written By Dipangshu Acharya.
Kichchu Chaini Aami Lyrics in Bengali :
কিচ্ছু চাইনি আমি আজীবন
ভালোবাসা ছাড়া ।
আমিও তাদেরই দলে,
বারবার মরে যায় যারা ।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে ।
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে ।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা ।
কিচ্ছু চাইনি আমি আজীবন
ভালোবাসা ছাড়া ।
বাসতে বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে ।
আবার এসেছি ফিরে,
নেভা নেভা ছায়াপথ ধরে ।
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে ।
রাজকুমারীর মায়া,
পৃথিবী যায়নি আজও ভুলে ।
না না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া ।
আমিও তাদেরই দলে,
বারবার মরে যায় যারা ।।
নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে
ধূসর কুয়াশা ।
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা ।
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে ।
চেনা কিশোরীর মতো
আমাকে নানান নামে ডাকে ।
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই ।
তোমাকে এভাবে যেন
আজীবন ভালোবেসে যাই ।
ভালোবাসা ছাড়া ।
আমিও তাদেরই দলে,
বারবার মরে যায় যারা ।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে ।
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে ।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা ।
কিচ্ছু চাইনি আমি আজীবন
ভালোবাসা ছাড়া ।
বাসতে বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে ।
আবার এসেছি ফিরে,
নেভা নেভা ছায়াপথ ধরে ।
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে ।
রাজকুমারীর মায়া,
পৃথিবী যায়নি আজও ভুলে ।
না না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া ।
আমিও তাদেরই দলে,
বারবার মরে যায় যারা ।।
নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে
ধূসর কুয়াশা ।
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা ।
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে ।
চেনা কিশোরীর মতো
আমাকে নানান নামে ডাকে ।
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই ।
তোমাকে এভাবে যেন
আজীবন ভালোবেসে যাই ।
]] সমাপ্ত [[
Tags : Anirban Bhattacharya, Shah Jahan Regency, Indian Bangla Movie Song Lyrics,