Bhalobashi Maa Lyrics | ভালোবাসি মা | Imran Mahmudul |
♫♫ SONG CREDIT ♫♫
Song name : Bhalobashi Ma
Singer : Imran mahmudul
Tune & Music : Imran mahmudul
Lyrics : Nushrat Jahan Afrin
Programming,Mix & Mastering : Imran mahmudul
Video design : Sagar hossain
❤❤গানটির ভিডিও দেখতে❤❤
❤❤❤❤
Bhalobashi Ma Song Is Sung by Imran mahmudul. Originally Music Composed by Imran mahmudul. This Song Lyrics written by Nushrat Jahan Afrin. Imran mahmudul specially SIng for his Mother, This Song is Dedicated his mother in Mother's day.
Bhalobashi Maa Lyrics in Bengali :
মায়ের হাসি পৃথিবীতে
সব থেকে সেরা
মায়ের স্পর্শ
নিংস্বার্থ ভালোবাসায় ঘেরা ।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়
সেই কথা না বললেও
মা বুঝে যায় ।
মা বুঝে যায়
কত কথা বলি তবু
হয়নি বলা কভু
তোমাকে ভালোবাসি মা।
বড় বেশি ভালোবাসি মা
পারবোনা শোধ করতে
আমি কখনো তোমার ঋণ
স্বার্থপর পৃথিবীতে
তোমার ভালোবাসা স্বার্থহীন।
তোমার মনের ইচ্ছেগুলো
হয়না জানা সেভাবে
তবুও আমার আবদার পূরণ
করে যাও হাসি মুখে।
করে যাও হাসি মুখে
কত কথা বলি তবু
হয়নি বলা কভু
তোমাকে ভালোবাসি মা।
বড় বেশি ভালোবাসি মা
যখন তুমি নিজ হাতে
খাবার খাইয়ে দাও আমাকে
মনে হয় যেন অমৃত এসেছে
বেহেশত থেকে।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়
সেই কথা না বললেও
মা বুঝে যায়।
কত কথা বলি তবু
হয়নি বলা কভু
তোমাকে ভালোবাসি মা
বড় বেশি ভালোবাসি মা !!!
সব থেকে সেরা
মায়ের স্পর্শ
নিংস্বার্থ ভালোবাসায় ঘেরা ।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়
সেই কথা না বললেও
মা বুঝে যায় ।
মা বুঝে যায়
কত কথা বলি তবু
হয়নি বলা কভু
তোমাকে ভালোবাসি মা।
বড় বেশি ভালোবাসি মা
পারবোনা শোধ করতে
আমি কখনো তোমার ঋণ
স্বার্থপর পৃথিবীতে
তোমার ভালোবাসা স্বার্থহীন।
তোমার মনের ইচ্ছেগুলো
হয়না জানা সেভাবে
তবুও আমার আবদার পূরণ
করে যাও হাসি মুখে।
করে যাও হাসি মুখে
কত কথা বলি তবু
হয়নি বলা কভু
তোমাকে ভালোবাসি মা।
বড় বেশি ভালোবাসি মা
যখন তুমি নিজ হাতে
খাবার খাইয়ে দাও আমাকে
মনে হয় যেন অমৃত এসেছে
বেহেশত থেকে।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়
সেই কথা না বললেও
মা বুঝে যায়।
কত কথা বলি তবু
হয়নি বলা কভু
তোমাকে ভালোবাসি মা
বড় বেশি ভালোবাসি মা !!!
]] সমাপ্ত [[