Abar Dekha Hobe Lyrics | আবার দেখা হবে | Nemesis |
♫♫ SONG CREDIT ♫♫
Song : Abar Dekha Hobe
Artist : Nemesis
Produced by Nemesis
Recorded at: Acoustic Artz
Lyrics by Md. Zohad Reza Chowdhury
Album : Gonojowar
গানটির ভিডিও দেখতে👇👇
Abar Dekha Hobe Lyrics in Bengali :
বোঝে কে তোমায় ?
আছে কে কোথায় ?
তারই এক কথায়
থাকবো কল্পনায়
কি ভেবে চলে গেলে
কার ইশারায় কোথায় ?
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
আবার ?
তোমার ডাক শুনে
সূর্য জেগে ওঠে
তোমার হাসিতে
চাঁদ যায় লুকিয়ে
কি ভেবে চলে গেলে
কার ইশারায় কোথায় ?
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
আবার ?
তুমি কি এক তারা হয়ে
আছো এক কোণে ?
নিচে দেখো তাকিয়ে
আমরা কতজনে
উড়ে বেড়াও
ঘুরে বেড়াও
উড়ে বেড়াও
তোমার কল্পনায়
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
আবার ?
আছে কে কোথায় ?
তারই এক কথায়
থাকবো কল্পনায়
কি ভেবে চলে গেলে
কার ইশারায় কোথায় ?
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
আবার ?
তোমার ডাক শুনে
সূর্য জেগে ওঠে
তোমার হাসিতে
চাঁদ যায় লুকিয়ে
কি ভেবে চলে গেলে
কার ইশারায় কোথায় ?
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
আবার ?
তুমি কি এক তারা হয়ে
আছো এক কোণে ?
নিচে দেখো তাকিয়ে
আমরা কতজনে
উড়ে বেড়াও
ঘুরে বেড়াও
উড়ে বেড়াও
তোমার কল্পনায়
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
দেখা হবে কি
আবার ?
]] সমাপ্ত [[
Tags : Nemesis, Abar Dekha Hobe, Gonojowar, Md. Zohad Reza Chowdhury, Bangla Band Song Lyrics,