Tumi Thako Bohudure (তুমি থাক বহুদুরে) Lyrics Song By Minar Rahman
SONG CREDIT
Song: Tumi Thako Kotodure
Singer: Minar
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Marcell
গানটির ভিডিও দেখতে👇👇
গানটির ভিডিও দেখতে👇👇
"তুমি থাকো কতদূরে" বাংলা লিরিক্স :
তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে
আমার দিন কেটে যায়
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা কী করে
থাকি বলো।
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা কী করে
থাকি বলো।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো কী করে?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার
তারা রা রা রা রারা রারা রা রা !!!!
তবু তোমার নাম ধরে
আমার দিন কেটে যায়
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা কী করে
থাকি বলো।
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা কী করে
থাকি বলো।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো কী করে?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার
তারা রা রা রা রারা রারা রা রা !!!!
]] সমাপ্ত [[
Tags : Minar Rahman, Marcell, Mehedi Hasan Limon, Minar new Song, Bangla Song lyrics,
New Song 2020, Bangla Natok Song,